বর্ণ থেকে রবিশস্য তুলি

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ফারুক মাহমুদ
পৃথিবী কোমল ছিল। চিন্তারেখা তবু বেঁকে যায় বাতাসে বিষণ্ন শিস, পায়ে পায়ে প্রবঞ্চনা- বেড়ি বেড়েছে বিত্তের বোঝা, আলো পেতে কত হল দেরি! কোলে রাখা বাংলাভাষা, ভুলেছ কি হীনম্মন্যতায় পথে পথে দীর্ঘ পথ। দু'পা যেতে শুভশ্রীকে ভুলি অভিজ্ঞতা মিথ্যে নয়। বার্তা নাও-- আগুনের ধুলো শিখছে কঠিন মন্ত্র, মরে যাবে মারণাস্ত্রগুলো এসো শূন্য, এসো পূর্ণ- বর্ণ থেকে রবিশস্য তুলি ঘরে ঘরে পৌঁছে দেব মুক্তচিন্তা, অমলিন হাসি পৃথিবী কোমল ছিল। দেখে যাও- জগৎ ভালোবাসি