শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপাহাড়ও

মালেক মাহমুদ
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

চাঁদপাহাড়ে তোমার বাড়ি আমার বাড়ি নদীর কূল

তোমার দিকে যেই তাকালাম অমনি ধরো আমার ভুল।

ভুলে ভুলে যাচ্ছে জীবন তুমি বন্ধু বুচ্ছো কী?

চাঁদপাহাড়ে করে বাড়ি নদীর দুঃখ খুচ্ছো কী!

হাওয়ার সঙ্গে জলের খেলা জল হাওয়াতে তুফান হয়

নদীর পাড়ে ঘর করেছি তাইতো আমার ভীষণ ভয়

ঝড়ো হাওয়ার তীব্র আঘাত রাখছি গায়ে জড়িয়ে

বাঁচতে শিখি হিমেল হাওয়ায় সুখের ছোঁয়া ছড়িয়ে।

সুখ ও দুঃখের লড়াই চলে তোমার দিকে তাকিয়ে

বন্ধু তুমি গিলছো হাওয়া সুখের মশলা মাখিয়ে।

আমার তোমার চিন্তা সিঁড়ি দুই দিকেতে বহমান

নৌকার বাদাম উড়িয়ে হাসে শেখ মুজিবুর রহমান।

চলে নৌকা নদীর বুকে এই যে বাংলা নদীর দেশ

নদীর বুকে চর জেগেছে চাঁদপাহাড়ও বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে