শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কালিগঞ্জে দিনব্যাপী সাহিত্য আড্ডা

সাতক্ষীরা প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কালিগঞ্জে দিনব্যাপী সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেল ১১টায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কালিগঞ্জ ও সাতক্ষীরার কবিরা এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান।

তিনি বলেন, লেখকদের কাজ হলো আগুন জ্বালিয়ে দেওয়া। যেদিন কবিরা লেখা বন্ধ করবে সেদিন সাহিত্যের আলো নিভে যাবে। কাজের মধ্যে নিজেকে বিকশিত করতে হবে এবং অন্যদের এগিয়ে যেতে সহযোগিতা করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুণ-উর রশিদ, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অধ্যাপক আব্দুল হামিদ, কবি মঞ্জুর লুতফর রহমান, দ্বিতীয় পর্বে কবি মনিরুজ্জামান ছোট্টর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বরচিত কবিতা পাঠ করেন কবি সোহার্দ সিরাজ, কবি স.ম. তুহিন, বাবলু ভঞ্জ চৌধুরী, কবি নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়, ছাড়াকার ও কবি আহমেদ সাব্বির, কবি দিলরুবা, মনিরুজ্জামান মুন্না, কবি কাননবালা কর্মকার, কবি সায়েম ফেরদৌস মিতুল, শাওন আহমেদ সোহাগসহ অন্য কবিবৃন্দ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে