নারীবাদী

প্রকাশ | ০৫ মার্চ ২০২১, ০০:০০

শ্যামল বণিক অঞ্জন
ভদ্রবেশে সমাবেশে বলছো নারী মুক্তি চাই, ঘরে এসেই পাল্টাও সুর এই স্স্নোগানে ভক্তি নাই! কথায় কথায় পিটাচ্ছো বউ মিটাচ্ছো ঝাল নারীতে, তবু নারী আন্দোলনের থাকছো প্রথম সারিতে? নারীবাদী বক্তা তুখোড় ফাটাও গলা ভাষণে, ডুবে থেকে মদ নারীতে মুখোশ ধরো আসনে? কর্মক্ষেত্রে সহকর্মী নারী শিকার লালসার, নানান মন্ত্রে ষড়যন্ত্রে নির্যাতনই করছো সার? নারীকে আজ পণ্য করে হচ্ছো ধন্য বাজারে, ভাবছো নারী তুচ্ছ ভারি আর নিজেকে রাজারে?