সব গল্প তোমার

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

সুজাউদ্দিন কায়সার
কিছু কী শোনা যায় সনসন ছন্নছাড়া কী যেন প্রকাকিত্ব খঁা খঁা সরুদাহ ফেঁাপায় কেন ভ্রমণ ছিরি, সন্তপ্ত যে ভিতরটুকু বাহিরে শুধু হাসতে বলো উপবাস হতে হবে ওমন পোড়ে এ পিপাসা উড়িয়ে দিলে কোমল বয়স নীল বিছানা নামিয়ে গেলে ঠাসচাপা ছাইপাশে কিন্তু তবু পড়ছে অঁাচ শুদ্ধ অঁাচল ওহে জন্ম তোমার জন্য যত গল্প ফোটে সুন্দর মুখাপেক্ষী এত তন্ময় এতটাই শূন্য লিপি খেলাভোলা হারানো বেলা সুখ ছিলো কী আজও সময়হারা নীরব কানাগলি নেমে আসে ভাবনাগুলো স্মৃতির চঁাদে