লিলাপ্রেরণা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

টিপু সুলতান
হাজার বছর, কে গেঁথেছে কবিতার রেণু বুদ্ধবাণীর শব্দময়ে চেনা-অচেনা মুখ অবয়ব সেলাই করা রক্ত মাংস জীবিত লাশ হৃদয় বরণ-গহণস্রোতে; ধানক্ষেত পার হয়ে স্রোতস্বিনী পৃথিবী-নদ। যুবক যুবতী ওড়া প্রবালদ্বীপ নীল আকাশ, এখনো তাকায় সমবেত করে। নিঝুম দুপুরে প্রেম কাকলি ডাক হাড়ের প্রণোদনা-জীবন মলাট রকমারি পিঞ্জর ভেদে ছুঁয়ে যায় ঠাÐা উস্কানি হাতের করতলে স্মৃত সন্ন্যাসী- ঝুল বারান্দা-এমন চোখ-ভুল করিনি। বিরাট পাগলাটেপনা; আবেগে ঠাসা ঠিকচে সুরের বেহালা হাঙর অলিন্দ্য শব্দের মালবড়ুয়া,হাজার বছর লিলাপ্রেরণায় বেঁচে থাকা নতুন গান শোনায়!