সেই আমি এই আমি

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
চিনতে পেরেছো আমায়? লজ্জায় অপমানে, অবনত শিরে শত শত বছরের দারিদ্র্যতার প্রতীক। আমি ব্রিটিশ আমলের পÐিত মশাই হিসাব মিলাতে পারিনি আজও তিন ঠ্যাংওয়ালা কুকুরের কত পায়ের সমান আমি আর আমার পরিবার? আমি তাল সোনাপুরের সেই তালেব মাস্টার শিক্ষাথীর্রা যার ব্যারিস্টার হয়, পুত্র মরে বিনা চিকিৎসায় কন্যা অনাহারে আত্মঘাতী। বদলে যায় সমাজ, বদলে যায় দেশ উন্নয়নে উন্নয়নে পেঁৗছে যাই মধ্যম ধাপে টিভির পদার্য়, পত্রিকার পাতায় জ্বলজ্বল আমারই সৃষ্টির সাফল্যের মুখচ্ছবি। ছোট ছোট মাথাগুলো বড় হতে হতে নাগাল পায় না দুবর্ল, শীনর্ হাত। ন্যুব্জ দেহে, ঝাপসা চোখে অক্ষম, অথবর্, ফঁাকিবাজ বিশেষণে নষ্ট মানুষের সততার বাণী শ্রবনে অতিক্রম করি পাথর সময়। একটা সূযর্ মানব তৈরির প্রত্যয়ে সাহসী, সত্যবাদী আগমনের প্রতীক্ষায় একজন একলব্যের গুরু দক্ষিণার প্রত্যাশায় আজও স্বপ্ন দেখি নীরবে নিভৃতে।