জন্মভূমি

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

ইবনে সালেহ মুনতাসির
মনের আকাশে মুক্তিকামী বাঙালির বীরত্ব অঁাকা বীরাঙ্গনা নারীদের ত্যাগের মহিমার ছায়ায় ঢাকা শয়নে স্বপনে বাংলার সমৃদ্ধি যাচি হৃদয়ের গহনে বাংলার ছবি নিয়ে বঁাচি।। সোনালি ধানের ক্ষেতে মুখরিত কৃষকের হাসি বাংলার নদী-মাঠ, রুপালি নদীর ঘাট বড় ভালোবাসি হৃদয়ে হৃদয়ে গঁাথা বাংলার গৌরব কথা সুরের ছেঁায়ায় মাতা বাংলা মায়ের ব্যথা।। সুর আর গানের বাণী এই দু’য়ে মিলিয়ে আনি সমৃদ্ধ এই বাংলার হাসি ভরা মুখখানি উন্নয়নের সোপান বেয়ে গড়ি স্বপ্নের সৌধ মনের জমিন হবে সমৃদ্ধির রোদের ধারায় ধৌত।। হৃদয়ের উঠোনে শুধু জন্মভূমির ঠঁাই গরিব দুঃখী সকলের মুখে হাসি ফোটাতে চাই রূপসী বাংলার মুখ মনের গহীনে রয় কণ্ঠে কণ্ঠে সমৃদ্ধ ঐ বাংলার গান গাই।। জীবনানন্দের রূপসী বাংলায় দিন হবে যে রঙিন শুভদিনের শুভক্ষণে শুধিব সকল ঋণ দুবৃের্ত্তর দুষ্কমের্ বাংলার আকাশে শনি দশা জেগে ওঠো বীর জনতা ঘুচাও মনের যত হতাশা।। জেগে ওঠো বীর, উচ্চ কর শির আর বেশি দূরে নয় স্বপ্নের বাতায়ন পদাঘাতে ভাঙো অচলায়তন সমৃদ্ধ ঐ দক্ষিণায়ন।। জেগে ওঠো ভাই বোনেরা এসেছে শুভদিন জেগে ওঠো বীর জনতা-আসবে সুদিন, বাজবে বীণ জনগণই আসল ক্ষমতা জন্মভূমি এই প্রিয় স্বদেশ মোদের সকল পরিচয়।