সেই ছেলেটি রবীন্দ্রনাথ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

আলমগীর খোরশেদ
কলকাতার জোড়াসঁাকোর মেছুয়া বাজার নাম, সিংহ আর ঠাকুর বাড়ির ছিলো খুব-ই সুনাম। বৈশাখের পঁচিশ তারিখ ঠাকুর বাড়ির ঘরে, জন্ম নিলো দেব শিশু কবি হলেন পরে। আট বছর বয়সের রবি লেখালেখি করে শুরু কে জানতো তিনিই হবেন সবার কবি গুরু। গীতাঞ্জলি লিখার পরÑ নোবেল পেলেন কবি, সেই ছেলেটিÑ রবীন্দ্রনাথ সবার হৃদয় ছবি। বাইশে শ্রাবণ আটচল্লিশ সনে ঘন বরষার রাত, হারিয়ে গেলেন বিশ্বকবি আছি কষ্টের সাথ।