ভালোবাসা পুড়ছে

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

রওশন মতিন
অনিশ্চিত অন্ধকারে জন্মায় ভ্রæণকীট লোভ ও পাপের রক্ত-ফসল সুতো ছেঁড়া লাটাইয়ের মতো ডিগবাজি শূন্যে জীবন ভেসে বেড়ায় অনিশ্চিত বৃত্তে, ভেসে যায় মায়াবী রমনে সুরম্য নগর ও নাগরিকগণ। নিরন্ন শাখায় নাচে নিরন্ন নতর্কী কোকিলেরা আমাদের অতি আদরের সুকন্যারা আসেির্নক বিষ-আক্রান্ত নীরব ঘাতকের হাতে নিরাশ্রয় ভালোবাসা পুড়ছে...পুড়ছেই... পুড়ে পুড়ে নিঃশেষে ছাই হয়ে উড়ছে... তাই অসহায় পাখিটা যন্ত্রণায় ডানা ঝাপটায় তার নীড়ে ফেরা হয় না কিছুতেই।