জলকাব্য

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
জলপূণর্ জলের ধারায় জলের নদী নাব্য চোরাগলির ধঁাধায় পড়ে পথ হারায় জলকাব্য জলকাব্যের শব্দাবলি হিংসুটে আর ধোয়াশাময় রোদবৃষ্টির খেলার মতো চারদিকে সূযর্বলয় এক শরতের গল্পে যেন ধুলায় লুটায় জলছত্র জলকাব্যের লোলুপ দু’হাত কুড়িয়ে আনে ছিন্নপত্র, উঠোন জোড়া বকুল চারা হৃদয়জুড়ে সোমেশ্বরী জলকাব্য চিরহরিৎ নাব্য নদী পাটেশ্বরী নাব্য নদীর কাব্যপাড়ে দঁাড়িয়ে ডাকে পরান মাঝি দাও খুলে দাও বন্ধ দুয়ার উড়াও পাল নেয়ে সাজি ভাঙো অগর্ল ছেঁড়ো শেকল করো জয়ধ্বনি জলকাব্যের স্বপ্নচূড়ায় উড়াও কেতন জলের ধমণী।