মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানুষের পাশাপাশি

দুলাল সরকার
  ০৯ এপ্রিল ২০২১, ০০:০০

মানুষের পাশাপাশি থাকুক কয়েকটি নদী

তাতে কিছু ঢেউ জলে দোলা সাদা রাজহাঁস

বিচরণশীল কিছু উদাসীন পাখি

শুদ্ধ বিশ্রামশীল কিছু ঘুঘু স্বপ্নের চেয়েও বড়

জীবনের ক্রমাগত মনুষ্য বিকাশ

সুন্দরের নিপুণ প্রতিচ্ছায়া, শস্যের মলাট

থাকুক বাড়ির পাশে যাবতীয় সমতার

সাফল্য সংগীত---কিছু মুখ

শান্তিনিকেতনের মতো রচিত কবিতা

হাস্যোজ্জ্বল অনুভূতি ক্রমবিকাশের ইতিহাস;

ধ্রম্নব জ্যোতিষ্কের মতো হৃদয়ে লুক্কায়িত

অবিচল বিশ্বাসী ভাবনার স্রোত স্থির ও নিষ্প্রভ

ঐ ওষ্ঠের অনুবাদে সংযোজিত অস্তিত্বের ঊষ্ণতায়

উদার পছন্দ-নির্নিমিখ অসীম শূন্যতায়

সময়ের দহন শেষে কিছু কিছু ক্ষত

কিছু কিছু বিনিদ্র রাত, নীল পাহাড়ের নিচে

ছোট ছোট ঘর স্বপ্নময় কতক মানুষ

লড়াকু জীবন মানুষের চেতনায় সংযোজিত

দুর্লভ আকাশ।

তুমি শুধু মনের সেতারা

দেখা হলে এখন সময় নেই বলে পাশ কাটো।

বোধের অধিক দিনলিপি তোমার অজান্তে, আমি

যূথবদ্ধ করে উদাসীনতার সাথে পা বাড়াই।

সময় ও সান্ত্বনার গতিবেগে ইচ্ছাগুলো তুমি

তোমার অস্তিত্বে লুকিয়ে রেখে হয়েছো আত্রাই।

নীরবতার প্রামাণ্য ঢেউ আছড়ে পড়েছে মনে।

মূলধনে কালের দহনে বৈরী বিপদসংকুল

অপারগতা টেনে আনে।

সুনীল আকাশে রাতগুলো ডুবে থাকে সূর্যের গোপনে।

মনের প্রবাসে তুমি বাঁধন হারার ব্যাপকতায়

হয়ে ওঠো  ধ্রম্নবতারা দরদি ব্যাকুল।

শ্বাসরুদ্ধ আতঙ্কের সংঘবদ্ধ সকাল প্রাণঢালা

বিরোধ উপেক্ষা করে টানে স্মৃতি মনোহর।

তুমি শুধু মনের সেতারা বাকিটুকু ডুবে আছে প্রয়োজনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে