একদিন সবাই জেনে যাবে

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২১, ০০:০০

ফেরদাউসী কুঈন
স্বপ্নভুক জনস্রোত উদ্যত তরবারি হাতে মুখিয়ে আছে অচেনা অতর্কিত বিপদাঙ্কে তবু বন্ধ হবে না পাখা। পেস্নটো, অ্যারিস্টটল, রুশো, জন ডিউইর জনতা কোন পক্ষে যাবে? পক্ষ বিপক্ষ বুঝি না, স্রোতের গতি বুঝি না, মানুষতো পশু নয়, মেঘের মতো ছুটবে ছাগের মতো লাফাবে, হরিণের মতো দৌড়াবে। যদি রুশো, হাক্সলের একজনও এসে না দাঁড়ায়- তবুও হৃদয় উলস্নাসে ধ্যানমত্ত হবে বৃষ্টিদেবের। নতজানু নয়, সম্মুখ সমরে গিয়ে যদি মানতে হয় আঁধার প্রকোষ্ঠ তবুও ললাটে এঁকে যাবো বিজয় তিলক। তবে হঁ্যা, যদি প্রস্ফুটিত গোলাপ থেকে একটি একটি করে পাপড়ি উপড়ানো হয়; তবে বলব না জেনো- কাঁটা ফুটছে, ব্যথা লাগছে, রক্ত ঝরছে। যদি হৃদভূমি টের পায় বিশুদ্ধ জলজ ভালোবাসার ঘায়ে অবনত হয়নি তোমার মস্তক, তবে পৃথিবীর জল হাওয়া নদী সমুদ্র জেনে যাবে; তুমি কখনো আসোনি তুমি কখনো হাসোনি তুমি কখনো কাঁপোনি তুমি কখনো ভাসোনি।