যে যার পথে যায়

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

কাজী রোজী
প্রতিজন মানুষের একটাই পথ থাকে, একটাই মন থাকে সেই পথ ও মনের থাকে বিভিন্ন কার্যক্রম- দেখবে কাল বসুধাকে নিয়ে। দিন-দুপুর গড়িয়ে দিন রাত্তির পেরিয়ে দিন-সকালের প্রজন্ম চত্বরে মেশে কীভাবে। উড়াল পাখির নিজস্ব গান সবুজ বনের শোভন বাতাস হৃদয়ের মন্দিরে বেঁচে থাকার সঞ্জীবনী সুধা জানি সবই তার ছিল। আমাদের কেউ একজন তিনি, তার সারাক্ষণ, সারা বেলা কেবল কাটাতেন তিনি অনিরুদ্ধ জয়ের প্রান্তিক সীমানার লক্ষ্যে। আমাদের নিত্য চলার পথে যে সকল প্রতিবন্ধকতার গুঞ্জন ছিল কিংবা আছে সব তার নিত্য ধারাপাতে ধরা ছিল বেশ একবার পিছু ফিরে তাকালেই সামনের পথগুলো নিরবচ্ছিন্ন অন্ধকারে ঢাকে, জানতেন তিনি। জয় হোক সময়কালে তার ফেলে রাখা সব ঘরানার শুদ্ধ উচ্চারণের এবং এগিয়ে যাওয়া অচেনা অজানা পথে সবটা জানার জন্য। তারপর যে যার পথে অবশেষে একই পথে সবাই সবাই।