অসমাপ্ত সংলাপ

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

আনোয়ার কামাল
অনেকদিন পর এক পশলা বৃষ্টি- হৃদয় শীতল করে দেয় মনের কোণায় জমে থাকা বিচ্ছুরিত আলোর রেখা- ঠিকরে চারদিক জ্বলে ওঠে না বলা জিজ্ঞাসার সারল্য কথকথা ডানা মেলে ভেসে যায়। ভালোবাসার সোনালি বিভায় অকাতরে ক্ষয়িষ্ণু জীবনের গান মেঠো সুরে ভেসে যায়... যায়... পড়ে থাকে জীবনের স্মৃতিময় আলোকিত প্রাণের সবুজ প্রান্তর।