শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীতসন্ধ্যা

রাকিবুল রকি
  ০৭ মে ২০২১, ০০:০০

পারিনি ফোটাতে ফুল প্রেমের পাঁজরে

তুমি হোঁচট খেয়েছো পাথরেই শুধু

পাওনি কখনো দেখা কী ছিল অন্তরে

আমি যে পোড়া কপাল, রুক্ষ মরু, ধু-ধু

রাতের কাপড়ে ঢাকা কথার পাখিরা

তুমি ক্যামনে ন শোনবা কও অন্তরের চিক

জন্মের আগেই বুঝি ছিল কোনো কিরা

রাখতে পারি নাই তাই এ দুর্গতি। ধিক।

জানি না কীভাবে যাবে আজন্মের পাপ?

হাড়ের মালা ছিড়বে- আছে কোন রুহু?

চলে যায় শীতসন্ধ্যা- মনের সন্তাপ

যায় না। আমিও চাই কোকিলের কুহু

শুনে পরান জুড়াতে। তোমার কোলেতে

মাথা রেখে যেতে চাই মরণ-দোলেতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে