খিদে

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

মিতুল সাইফ
ভোর ডিঙিয়ে সকাল এলো আমাদের গাঁয়ে এক পেট খিদে নিয়ে শুরু হ'ল আরও এক দিন। খিদে থাকে বলেই ফসল ফলে বাবু। মিয়া বলে-এত খিদে তোরা পাস কই? সকালের খিদে, দুপুরের খিদে, রাতের খিদেরা কুরে কুরে খায় আমাদের, কিছু খিদে আজীবন পোষা থাকে বুকের গহিনে। রোদমুখো বাচ্চাগুলো আলোক ছড়িয়ে গেলে খিদে কমে আসে, পরাণ জুড়াই। সুখে চোখ বুজে আসে।