তার মৃতু্যর পর

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

সরকার মাসুদ
গঙ্গার ধারে শ্মশান গঙ্গার ধারে শিমুল গাছ ম্স্নান সন্ধ্যাবেলা জিজ্ঞাসার অন্ধকার গাঢ় সন্ধ্যবেলা জেগে উঠছে দীর্ঘশ্বাসে ডুবে থাকা গান বিনয় মজুমদার আগুনের ভেতর দিয়ে হাসতে হাসতে চলেছেন নদীর ওপারে তার জীবনদর্শন পুড়ছে চিতায় ওই আগুন নিভে গেলে চিতাভস্মের কাছে \হহেলে পড়ে থাকবে প্রিয় ভাঙা সেতু! শিমুলপুরের রাস্তা ধরে একা খালি গা'য় তিনি হেঁটে চলেছেন আগুনের ভেতর কিন্তু বর্ণালী কাচ কখনো কি পোড়ে? ন্যাড়া গাছের শূন্য ডালে লুকিয়ে থাকা সৌরভ পূর্ণিমার অপেক্ষার আছে!