মা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

রোকেয়া ইউসুফ
একদিকেতে বিশ্বভ‚বন আর একদিকে মা মা-ই শুধু আছে ধরায় মায়ের উপমা, মা যে মহা মূল্য মণি, সকল সুখের বাড়া সন্তানের নেই মুক্তি ভবে মায়ের চরণ ছাড়া। ন’মাস দশ দিন জঠর জ্বালা মা মাত্রই জানে প্রসব জ্বালা রোজ কেয়ামত জানা মায়ের প্রাণে, আপন দেহের রক্তে গড়া দুগ্ধসুধা দিয়ে মা যে বঁাচান শিশুর জীবন কষ্টের বিষ পিয়ে, আদর সোহাগ আহ্লাদে ভরে দিয়ে মন তিলে তিলে করেন বড় ক্ষুদ্র বুকের ধন আহার নিদ্রা তুচ্ছ করে নিজের কথা ভুলে মা রচে যান শিশুজীবন সুখের অনুক‚লে। রোগে-শোকে, দুঃখ জ্বালায় মায়ের মতোন করে অশ্রæ ঝরা অমন আশীষ কে করে কার তরে! খোদাই খোদ নিজের পরে দিলেন মায়ের থানÑ বান্দার ’পর এ পুরস্কার অশেষ কৃপার দান, মায়ের পায়ে স্বগর্ মিলে-সে স্বগের্র দাম বুঝতে যে জন পারে সে জন হবে সফল কাম।