প্রণয়ের বুদ্ধ-মাটি

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

জে এম আজাদ
দুঃখের চোরাছায়ায় অনেক রৌদ্র মরে গেছে অবন্তি, আমি তোমার রোদে পুড়ছি এখন; তোমার চোখকে ভালোবাসার তীথর্ জেনে যাত্রা শুরু করেছিলাম, চেপে বসে থাকা পাথর সরিয়ে বুকের আড়াল থেকে সামনে এনেছিলাম সাদা ঘাস, জমানো নুড়ি, প্রণয়ের অমল অঙ্গুরীয় ইরাণী ফিরোজায় তোমার চলে না তাই এনেছিলাম বামির্জ রুবী রৌদ্র বীযর্ থেকে আহরণ করে ক্লোরোফিল নত মস্তকে দঁাড়িয়েছিলাম তোমার প্রাসাদ তোরণে সেই অন্ন উৎসবে তুমি একটি বারের জন্যও এলে না। এই বুকের বুদ্ধ-মাটি তোমার রোদে পুড়ে পুড়ে আজ পাথর।