বৃক্ষবন্দনা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

আবেদীন জনী
বৃক্ষ, তোমার পাতার আয়নায় প্রতিদিন দেখি সবুজ সকাল নিবিড় পাতার ঘরে ছায়া খেঁাজে, আশ্রয় প্রাথর্না করে ছন্নছাড়া পাখি যেদিকে ইচ্ছে তোমার ঠিক সেই দিকে মোড় নেয় জীবনের গল্পগুলো তুলির অঁাচড়ে তুমি যতটা ছড়াও রং, ততটা রঙিন হয় স্বপ্নের ক্যানভাস তুমি আছ তাই পৃথিবী এত সুন্দর বৃক্ষ, তোমার কাছেই খুঁজি নিভর্রতা, অনন্ত অমৃতলোক।