গ্র ন্থা লো চ না

গল্পগুলো ভারী মজার

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমা বেগম নাজু। বহুমাত্রিক লেখক তিনি, বহুগুণের অধিকারী। তিনি একজন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি একজন আবৃত্তিকার সংগীতজ্ঞ ও গীটারিস্ট। সাহিত্যের সব শাখাতেই তার অবাধ বিচরণ রয়েছে এবং একাধিক প্রকাশনা রয়েছে সব শাখাতেই। সফল কথাশিল্পী হিসেবে পেয়েছেন একাধিক স্বীকৃতি ও পুরস্কার। নারী জাগরণের এই স্বর্ণযুগে একজন সফল মিলিটারি কমান্ডার হিসেবে বিশ্বের ইতিহাসে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন- যা বিরল। জাতি সংঘের ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি পর পর দুবার লেবেল টু হাসপাতালের কমান্ডার এবং কান্ট্রি সিনিয়র হিসেবে সফলতা পেয়েছেন। সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেগম রোকেয়া পদকসহ জাতিসংঘ কর্তৃক একাধিক সম্মাননা ও পুরস্কার। পেশাগত জীবনে নানা ব্যস্ততার মাঝেও তিনি সাহিত্য ও সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তিনি শিশুদের উপযোগী করে একটি গল্পের বই লিখেছেন- 'গল্পগুলো ভারী মজার'। আলোচ্য বইয়ে ১০টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হচ্ছে- পরিবন্ধু, ফুলগুলো কথা বলে, আফ্রিকার গহীন বনে, অভয়ের গোয়েন্দা অভিযান, বন্ধু আমার, ভূত ভয়ঙ্কর, জয়ের মালা, রোবটের নাম বসন্ত, স্বপ্নের রূপকথা ও লিন্টা নামের বেড়ালছানা। তার জয়ের মালা গল্পটি মানবিক উদ্দীপনামূলক ও শিক্ষণীয়। ভয়কে মহামারিকে মৃতু্যকে উপেক্ষা করে কীভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হয় তা দেখিয়েছেন অথৈ নামের মেয়েটি। যা পরবর্তীকালে এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকে। আলোচ্য বইয়ের প্রতিটি গল্পই ভিন্ন মাত্রা পেয়েছে- যা পাঠককে আলাদাভাবে আকর্ষণ করবে। সব কিছু ছাপিয়ে যে দিকটি উজ্জ্বল, তা হলো লেখকের ভাষাদক্ষতা। সামরিক বাহিনীর মেডিকেল কোরের উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও তিনি যেভাবে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তা অসাধারণ। তার ভাষা সাবলীল ও গতিশীল। তার দেখার চোখ খুবই সূক্ষ্ণ- যা গল্পগুলোতে উঠে এসেছে। নির্মল আনন্দের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের সহায়ক হবে বইটি। বইটির বহুল প্রচার কামনা করছি। গল্পগুলো ভারী মজার লেখক- ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমা বেগম নাজু প্রকাশনা সংস্থা- অনুজ প্রকাশন প্রচ্ছদ- সজীব ওয়ার্সী মূল্য- ২৫০ টাকা আশরাফ আহমেদ