চালচিত্র

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
আতংক থাবা মেলে ধরে আছে টুঁটি খামচে রেখেছে কারও শার্টের কলার কভু শাড়ির আঁচল ধরা তার মুঠি গলায় পেঁচিয়ে যেন আটকায় শ্বাস শাহবাগ, টিএসসি, কাওরান বাজার, পল্টন, ফার্ম গেট, সব জনপদ ব্যবসা-বাণিজ্য আর লোক সমাগম সব কিছু কমে গেছে ফাঁকা রাস্তা কি সে জাদুতে উধাও সব যানজট কারও প্রতি কারও আর নেই আস্থা স্কুলে যায় না শিশু,মাঠে খেলাধুলা সব কিছু বন্ধ করে টেনে ধরে রাস যায় না দেখা তাকে থাকে আড়ালে করোনা কোভিড উনিশ এক ভাইরাস।