বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তমনের সিরাজী ভাই

কাজী রোজী
  ২৫ জুন ২০২১, ০০:০০

সে এক গল্প শোনো বলি

রাত নির্ঝুম ঐ পাহাড়ের গাঁয়ে

ফুটলো যে এক বনপলাশের কলি।

সেই কলিটা ছুটলো বাগানজুড়ে

সেই কলিটা হাসলো হৃদয় ভরে

সিরাজী নামের সেই কলিটা

অন্তরে অন্তরে।

যুদ্ধ-সংগ্রাম করেছেন অবিরাম

যেখানেই থাকুন না কেন

আজো তার নেই বিরাম;

মুক্ত কামার তিনি

মুক্ত কবিতার তিনি

আর মুক্ত মানুষের সংগ্রাম-চেতনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে