একটি ভাষণে জন্ম বাংলাদেশ

প্রকাশ | ২৫ জুন ২০২১, ০০:০০

জেড. আর. জুয়েল
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"... ঐ ভাষণে ডেকেছিলেন স্বাধীনতার পয়গাম। বৃটিশের শোষণ, আইয়ুবের শাসন, মুক্তির বাণী ঝরায় বঙ্গবন্ধুর ভাষণ। ঈশদের তৈরী ঊর্দূভাষী হায়েনা, পোড়াল ঘর-বাড়ি, গঞ্জেতে হানা। মারাঠাদের দোসর রাজাকার মিঞারা ঔরৎ হত্যায় ঋক্‌থ লুটেরা। দুঃখে বাঙালী রূঢ় ও ক্ষিপ্ত, যুদ্ধের ঢক্কা-নাদে, জনগণ উদ্দীপ্ত। 'জয়বাংলা' চিৎকারে কাঁপে বুক খুনিদের, মুক্তিযুদ্ধের ফলে বিজয় আমাদের। মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীন দেশ, বিশ্বের দরবারে গৌরবের বাংলাদেশ।