মা আর বাংলাদেশ

প্রকাশ | ২৫ জুন ২০২১, ০০:০০

আজিজুল আম্বিয়া
মা তোমাকে দেখি না অনেক বছর হলো বাংলাদেশ আর তুমি বুঝি আমার সাথে অনেক অভিমান করেছো, আজ ঠিক দশ বছর একদিন হলো প্রবাস জীবন আমাকে অনেক দিয়েছে আবার অনেক কিছু কেড়ে নিয়েছে পারি না চোখ মেলে রূপের বাহারি মাখা প্রিয় বাংলাদেশ খানি দেখতে, পারি না মা, তোমার কবর জিয়ারত করতে। ভালোবাসি অনেক মা তোমাকে তাই তো উপলব্ধি হলো তোমাকে হারিয়ে ভালোবাসি প্রিয় মাতৃভূমিকে অনেক অনেক এই উপলব্ধিটা শিখলো এই প্রবাস জীবন। এই দীর্ঘ দশ বছর পাইনি আমি কাঙ্ক্ষিত ভালোবাসা পাইনি কাঙ্ক্ষিত সভ্যতা পাইনি স্বাধীনতার পরিচয় পেয়েছি শুধু পাউন্ড আর বিজাতীয় সংস্কৃতির এক মিশ্র প্রাদুর্ভাব। তাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ আমি ফিরে আসব তোমাদের অভিমান ভাঙাতে আমার প্রিয় মাতৃভূমিতে।