ভীরুতা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

স্বরূপ মÐল
পড়েছিলাম আছড়ে বোঝোনি তরঙ্গ বোঝোনি তখনো... জলের নিচতা দেখে আতঙ্ক এনেছো ভাবোনি কখনো আকুলতা... নিথর পাহাড় হয়ে পারিনি কখনো অধিকার জাহির হীনতা... কারণ আমিতো জলের শরীর-বিদ্যা ভাষাহীন কায়াহীন মায়া... আমার ললাটে ঘুল্লি খায় সূযাের্লাক জোয়ারে জন্মাই আর ভাটায় মৃত্যুলোক...