পৃথিবীর মর্মর ধ্বনি

প্রকাশ | ১৬ জুলাই ২০২১, ০০:০০

সালাম সালেহ উদদীন
উড়াল পাখির ডানার গান স্থায়ী কুয়াশার দখলে রাতের আঁচলে বেঁধে রাখি রাশি রাশি ঘুম আবেগ ঢলে পড়ে যৌবনের সোনালি আহ্বানে জলের গভীরে চলছে জলসিঁড়ি মোহের রহস্যময় খেলা বেগহীন মেঘমালায় ভাসে নোঙর করা অভিমান তোমাকে ঢেকে রাখি সময়ের অনিবার্য ফ্রেমে রাঙা রোদ ফিকে হয়ে আসে মরা মেঘের মতো পিপাসার্ত আমি দেই রোদের চুমুক সরল সাবধানে নদীর মতো বাঁকা শরীর তোমার ঝুলে থাকে ঝলমলে চোখের কার্নিশে নীরব কুহকজালে জড়ানো মন বড় বিষাদময় যতো নীল আকাশে রয়েছে তার চেয়ে অধিক নীল তুমি নীল জোছনার ঢল রোদের ঢেউয়ে ভাসে প্রণয়কাতর জীবন আকাশ না থাকলে তারারা কীভাবে উৎসব করবে দিনের রেখা মুছে রাত আসে রেখাহীন প্রপাতে কে না খুলতে চায় হৃদয়ের উৎসবমুখর বন্ধ দরোজা জীবন শুকিয়ে যায় বলেই আত্মার নীরবতা চোখে পড়ে অনুতাপের সিঁড়ি বেয়ে এগুতে চাও তুমি দীর্ঘ পথে অস্বস্তির বেদনা কুড়িয়ে বেঁচে থাকে নিষ্ঠুর বৈরী সময় স্বপ্নের ভেতর ভাসে নদী সমুদ্র পাহাড় অসীম শূন্যতা ভালোবাসা ভাসে নীল চোখ হয়ে অশরীরী স্রোতে কান পাতলেই শোনা যায় পৃথিবীর মর্মর ধ্বনি।