শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলপ্রণালির ফসিল

জে এম আজাদ
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

কোনো কিছুই কাউকে খুব বেশি দিতে নেই,

এমনকি ভালোবাসাও...

এই নিষ্ঠুর বাস্তবতা শিখতে শিখতেই

আমরা সমুদ্র জলের ভেতরে খুঁজে পাই

নদীর মৃৎভূমি, শুকিয়ে যাওয়া জলপ্রণালির ফসিল;

যখন অনুভবের বিবশ ভূমিতে নদীকে স্বাগত জানাই

নদীও তিরোহিত; ঝর্ণাজলের শুকিয়ে যাওয়া দাগগুলো যেন

পাথুরে বিবৃতি।

সমুখজুড়ে তখন নিষ্ফলা বিরাণভূমি

সাগর জলের সরীসৃপ নদীর কণ্ঠলগ্না হয়ে

বিষ ঢেলে দেয়;

নিজের চৌহদ্দিজুড়ে তখন বিরুদ্ধ পরিবেশ।

সময়ের বিরূপ-রেখায় দাঁড়িয়ে

কাকে আর কি দেব বল

নিজেকে বয়ে বেড়ানোর কষ্টই যে তখন

শরীর ও মনজুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে