পাখি মানুষ না মানুষ পাখি

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

ইমরান মাহফুজ
সিঁড়ি ভেঙে উল্কার বেগে ছুটে চলে পাখি চাল ডাল নুন মরিচ জোগাড়ের দায়ে যেতে যেতে দূর ধানসিঁড়ি... এখানে কৃষাণির শ্রমঘন জীবনধারা নতুন প্রেমের জন্ম দেয়! ভাঙে পুরনো বিশ্বাস শিথিল হয় আশার বাঁধন। একবিংশের শুরুতেই বিধ্বস্ত পাখি তবু তার কাটে না তাল শব্দ ছন্দে চলে অবিরাম পরম নির্ভরতায় বাতাসে মেলে ডানা প্রাণোচ্ছ্বাসে উত্তরে জীবন। ঈশ্বরের জমিনে জিজ্ঞাসা মনের- পাখি মানুষ না মানুষ পাখি!