কদমফুল বৃত্তান্ত

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

স্বপন শর্মা
অনাবৃষ্টিতে কদমফুলের মতন প্রস্ফুটিত হওয়ার অল্পকালে ভোমর সঙ্গহীন স্বল্পায়ু ফুল বৃষ্টির প্রহর গুনতে থাকে ঈপ্সিত বাসনা ফুরাবার আগে শরতের রূপে মুগ্ধতা নিয়ে ঝরে পড়া দীর্ঘশ্বাস ঘ্রাণহীন পৃথিবী অক্ষকর্ণে ঝুলে থাকে। ঠিক তখন, শুষ্ক বোঁটা কদমফুলের মতো কিছু জীবন কক্ষচু্যত হয়, অতিদীর্ঘ সময় জরিপে উঠে আসে জীবনাচরণ বৃত্তগন্ধী অঙ্গ বৃত্তান্ত নিয়ে সেখানকার বৃত্তানুবর্তী জীবনগুলো মগ্নচৈতন্য কদমফুলের জীবনবৃত্তান্তের মতন। নিত্যচৈতন্য প্রাণগুলো অতিভুজ হতে ছিটকে আসে নিষ্কর ভূমিতে সমকোণে অবস্থিত লম্ব তখন, বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে।