বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আপেক্ষিকতা

মাসুদ চয়ন
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

যে শালিক চোখে ছানি নিয়ে

পাড়ি দেয় দূরত্বের হিমশৈল;

কত কাছে রাত ভোর শুকতারা-

স্পর্শে শস্যশ্যামল,

নিসর্গের পরিবাহী উত্তুঙ্গ,

সবকিছুই অস্পষ্ট অপেক্ষমাণ;

যদিও সে ভয়কে পুঁজি করে গড়ে তোলে সুনীল সাহস;

খুঁজে নেয় পরাবাস্তবিক ঢেউয়ে অগ্রগতির ভ্রমণ-

অথচ সে জানেনা সীমান্তের ওপার-এপার

পরস্পরের বুকে বিধানের কাটা হয়ে বিঁধে থাকে;

ছানি সেরে গেলে সে দেখে বিপরীত্যের সাবলীল নাব্যতা;

স্থবির চৈতন্য ফিরে পায় প্রগতির আলো;

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে