মনের সেতারা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

বদরুল হায়দার
দেখা হলে এখন সময় নেই বলে পাশ কাট। বোধের অধিক দিনলিপি তোমার অজান্তে, আমি যূথবদ্ধ করে উদাসীনতার সাথে পা বাড়াই। সময় ও সান্ত¡নার গতিবেগে ইচ্ছাগুলো তুমি তোমার অস্তিত্বে লুকিয়ে রেখে হয়েছ আত্রাই। নীরবতার প্রামাণ্য ঢেউ আছড়ে পড়েছে মনে। মূলধনে কালের দহনে বৈরী বিপদসংকুল অপারগতা টেনে আনে। সুনীল আকাশে রাতগুলো ডুবে থাকে সূযের্র গোপনে। মনের প্রবাসে তুমি বঁাধন হারার ব্যাপকতায় হয়ে ওঠো ধ্রæবতারা দরদি ব্যাকুল। শ্বাসরুদ্ধ আতঙ্কের সংঘবদ্ধ সকাল প্রাণঢালা বিরোধ উপেক্ষা করে টানে স্মৃতি মনোহর। তুমি শুধু মনের সেতারা বাকিটুকু ডুবে আছে প্রয়োজনে।