নগ্নভগ্ন প্রহর

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

নাহার ফরিদ খান
সোনারোদে হেলান দিয়ে দঁাড়িয়ে প্রাচীন সময় উদ্ভাসিত নীলে পাখিদের আনন্দ সন্তরণ রোদেলা আহারে বৃক্ষের প্রগলভ প্রসন্নতা বেদনার শিল্পিত রূপ উদভ্রান্ত আলোয় জলের ওপরে কঁাপে তোমার বিম্বিত ছায়া । সোনালি বিকেলে থাকে যদি একটু হাতের ছেঁায়া উদার শূন্যতায় না হয় রাখলে মুগ্ধ দুচোখ মন্থর পায়ে আসে প্রসাধনে রঞ্জিত গোধূলী আকাশের বাহারি আয়োজনে নীড়ে ফেরে পাখি এই বণির্ল আয়োজনে শুধু সঙ্গী চাই তোমাকে আর চাই এককাপ ধূমায়িত চা।