অভিশাপের হুল

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

শাহরিয়ার সোহেল
অভিশাপ ফিরে এসেছে নগরীর প্রতিটি ঘরে দম বন্ধপ্রায়, শ্বাসকষ্ট বাতাসে ছড়িয়ে পড়েছে অভিশাপের বীজ সে বীজ ক্রমশ মহিরুহ চারিদিকে ভনভন করে ওড়ে মাছি উকুন শকুনের প্রখরতা বাড়ে লম্বা সাদা চুল, তীক্ষè দঁাত-নখ নিয়ে ডাইনিরা বসে থাকে রাস্তার মোড়ে মোড়ে সুযোগ পেলেই সৌন্দযর্ ধরে খায় নোংরা ঘামের স্রোত বয়ে যায় শরীরজুড়ে চোখে হায়েনার ক্ষুধা দঁাতগুলি বিষাক্ত পানির রঙ কালো আকাশ ক্ষত-বিক্ষত অভিশাপ বিষাক্ত হুল ফুটায় সবর্ত্র...