অদৃশ্য সমীকরণ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

সালাম সালেহ উদদীন
মৌমিতা বলেছিল নদী দেখবে নদী নদীতেই ডুবে গেল ও বলেছিল সাগর দেখবে সাগর তলিয়ে গেল সাগরেই পাহাড় দেখবে বলেছিল ও একদিন পাহাড়ও ধসে পড়ল তারা দেখার ইচ্ছে ছিল ওর তারারা খসে পড়ল অভিমানে চঁাদের দিকে তাকাল ও রাতের রথে চেপে চঁাদও উধাও হলো ভালোবাসতে চাইল কাউকে বিষাক্ত হলো মায়াবী মন কী এক অৃশ্য সমীকরণে প্রত্যাশা স্বপ্ন মরে যাচ্ছে এভাবেই