দহনকাব্য

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

রনি অধিকারী
এখন ভাঙেনা মেঘ। ঝুলন্ত চঁাদের উপর পাথরের মতো টুকরো টুকরো পড়ে আছে... সেইসব স্বপ্ন , আর দু’চোখের অনন্ত বিশ্বাস। বিশ্বাস করতে করতে পেঁৗছে গেছি অবিশ্বাসের শ্মশানে। বিশ্বাস এখন মরা মানুষের মতো পড়ে থাকে গোপন চিতায়। মুখাগ্রি করবে কে? হৃদয় ক্ষরণ বুকে নিয়ে আগুন তুলতে গিয়ে দেখিÑ সে আগুন আমাকেই পোড়ায় সুতীব্র দহনে।