সতীত্বের পোস্টমটের্ম

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

নীতুল ইয়াছমিন
এই যান্ত্রিক শহরে পিচঢালা পথে পিষ্ট হচ্ছে বারবার আমার হৃদয়, বেওয়ারিশ লাশের মতো রক্তাক্ত হয়ে চলে যায় কোন হাসপাতালের মগের্। যেখানে পোস্টমটেের্মর নামে চলে সতীত্ব হরণের নানা কলাকৌশল, আমি শুধু দেখে যাই নিথর চোখে নিলর্জ্জ ডাক্তারের ভয়ংকর রূপ। ছিন্নভিন্ন করে শকুনের মতো এ মন আবার সেলাই করে ঢুকিয়ে দেয় সীলগালায় একটা কফিনের ভিতর, অসহায়ের মতো কলঙ্কিত চোখে দেখি মনের কাফন পরানো দাফন।