উচ্চকণ্ঠ আজ বাংলাদেশ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

হাসনাইন সাজ্জাদী
গণমানুষের ভাগ্য পরিবতর্ন সবাই করেনা গণমানুষের নেতা সবাই হতে পারে না মানবতা আর উন্নয়ন স্বপ্নে দেশে বিদেশে প্রামাণ্যচিত্রের মতো বিশ্বস্ত নাম শেখ হাসিনা, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা বাঙালি মুক্তিযুদ্ধের চেতনা সব মিলে-মিশে জননেত্রী দেশরত্ম শেখ হাসিনা উচ্চকণ্ঠ আজ বাংলাদেশ দুনীির্তর বিরুদ্ধে আপোষহীন বিশ্ব নেতৃত্ব অবাক তাকিয়ে রয় বহতা নদীর মতো বিশ্বে আজ সুনাম বহমান। নৌকা আজ ঐতিহ্য আর উন্নয়নের প্রতীক উড়াল সেতুর মতো উড়ছে নয়নাভিরাম উন্নয়ন পদ্মা সেতু দৃশ্যমান ত্রিকোণমিতি আরেকটি পদ্মা সেতুর প্রকল্প মনোলোভা করে প্রস্তুত দ্বিতীয় সেতু হবে আরিচায় মেট্রোরেল সেও তো আজ শেখ হাসিনার অবদান গণমানুষের ভাগ্য পরিবতের্ন দেশে বিদেশে ছুটেচলা একজনই বিশ্বনেতা আজ কঠিন সাধনায় স্বপ্ন বাংলাদেশ হবে বণির্ল উন্নত।