যদি হাত ধরো

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

আলমগীর খোরশেদ
সাগরের নীল জল অঁাচড়ে পড়া বেওয়ারিশ ঢেউ, তোমাকে ছেঁায়ে যাবে লজ্জাহীন জানবেনা কেউ। নিঃসঙ্গ আকাশের মতো দঁাড়িয়ে চিম্বুক পাহাড়, কান্নায় লুটিয়ে পড়ে ঝণার্ মেয়েরা বুকে তার কস্ট, প্রিয় হারাবার। সারারাত পোয়াতি চঁাদ বিলায় নিজেকে ক্লান্ত হয়ে নেতিয়ে যাওয়া ভোর, চারপাশ ফসার্ হয়ে হারিয়ে যায় কাটেনা, যাতনা বোধের ঘোর। তুমি যদি হাত ধরো নিঘার্ত উঠে যাবো হিমালয়, সমাজ, নিয়ম, আইন, বাধা নেই গড়বো দুজন, সুখ আলয়।............. সাগরের নীল জল অঁাচড়ে পড়া বেওয়ারিশ ঢেউ, তোমাকে ছেঁায়ে যাবে লজ্জাহীন জানবেনা কেউ। নিঃসঙ্গ আকাশের মতো দঁাড়িয়ে চিম্বুক পাহাড়, কান্নায় লুটিয়ে পড়ে ঝণার্ মেয়েরা বুকে তার কস্ট, প্রিয় হারাবার। সারারাত পোয়াতি চঁাদ বিলায় নিজেকে ক্লান্ত হয়ে নেতিয়ে যাওয়া ভোর, চারপাশ ফসার্ হয়ে হারিয়ে যায় কাটেনা, যাতনা বোধের ঘোর। তুমি যদি হাত ধরো নিঘার্ত উঠে যাবো হিমালয়, সমাজ, নিয়ম, আইন, বাধা নেই গড়বো দুজন, সুখ আলয়।