আমার মা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

সুফিয়া জমির ডেইজী
নবজাতকের জন্মগৃহে ভ‚মিষ্ট হলাম যে দিন বাড়িজুড়ে আনন্দের বন্যায় নবরূপের আবেগ-উচ্ছ¡াসে মহানন্দ বয়ে ছিলে সেদিন। সূযের্র সোনালি আলো ঠিকরে পড়েছিল আমার নাক-মুখ, দেহ-কপালে। আজ কতোকাল কান্নাচোখে মনের জখম সময়ের ডানায় শ্বাস-প্রশ্বাসের সম‚হ ক্লান্তিতে হরিণা দলিলে বঁাচতে-বঁাচতে ফুরিয়ে গেলো বাসনারাশি’র লাবণ্যদীপ্ত বিমুগ্ধতার আত্মমগ্ন তীর, তবুও সাদা-সাদা প্রত্যাশার ফেনা উড়ে স্বপ্নপুঞ্জ মেঘের নিজর্ন প্রদেশ, কেঁপে ওঠে ফিরোজা রঙে দঁাড়ানো আমার প্রাণের খঁাচাতে সবুজ সরোবরে কোমল সুরঞ্জনার শ্যাওলাশপথ। শীত আসলে সম্মুখে গরম ভাত কেউ রান্না করে ডাকে না- আমার মাগো! ও মা! হৃদয়ের গোলাপি পঞ্জিকার মলাট কষ্ট ডানায় পোড়ে হয় ছাই ডানাহীন সুখভাঙা কষ্টের স্মৃতি কষ্টে আমাকে আমিও সাজাই আমিও হারাই আমি স্মৃতিরা পোড়াই স্মৃতিতে আমিও পোড়ে-পোড়ে পুড়ি আর পোড়াই।