ঝরাপাতার গান

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

আদ্যনাথ ঘোষ
ভাসিয়েছি জলহীন নদে বেহুলার তরী তুমি পাল আমি হাল এ মতেই খঁুজে পাব কালান্তরের ঝরা কোনো পাতায় আপন আর পর উত্তরমেঘ উড়ে যাবে বিকালের বেদনা মেখে করুণ বিষাদে শিমুল তুলোর ন্যায় দুপুরের রোদ্দুরে বরফ ঝরে যাবে পৃথিবীর কোনো কোনো প্রান্তরে ধেঁায়াশাময় অন্তর মাঝে যুবুথুবু মৃতের মতোন নিবার্ক পড়ে রবে বোধের কঙ্কাল ভাঙনের এক অলীক অঁাধারে।