বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেঘ উড়ে বৃষ্টি উড়ে

আফিফ জাহাঙ্গীর আলি
  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শুভ্র নাইয়র গেছে শাশ্বত আকাশের অজানা গাঁয়ে

শরৎ মাঝির নীল পালতোলা পানসি ভিড়ে

তীরে কাশফুল ঘেরা নদীর ঘাটে

যেখানে শরৎ বন্দনা হয় সকাল-সন্ধ্যা-রাতে

প্রকৃতির খেয়াল- শরৎ এক স্বচ্ছ কাচের আয়না

জল নীলাভ হয়ে সাগর জলের মতো করে টলমল

শিমুলকলার মতো রোদসীর তুলোমেঘ পানিতে ভাসে ৎ

মেঘভাঙা গুঁড়োগুঁড়ো হঠাৎ বৃষ্টি নামে রোদের সাথে

নজরকাড়া ধোঁয়াটে ধূসর উজ্জ্বল তুষার দীপ্তির বৃষ্টি

মাটি স্পর্শের আগে মেঘের মতো বাতাসে উড়ে

রৌদ্রছায়া-মেঘবৃষ্টির জড়াজড়ি-

চাঁদ-তারা-মেঘের লুকোচুরি খেলা শরৎকালজুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে