পথের হিসাব

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জহুরুল ইসলাম
দুধসাদা মন শরতের আকাশ, পদে পদে বাধা সাপের ফণার মতো মাথা তুলে থাকে। পথের হিসাব ভোরের কঠিন কুয়াশায় ঘেরা। জলজ সীমানা ভেঙে পস্নাবিত হয় মাঠ, তখন ঝড়ো অন্ধকার আসে। সমস্ত সবুজ মাঠ মাকড়সার জালে ঘেরা, কাতর চোখগুলো চেয়ে থাকে অনিমেষ। পৃথিবীর শরতের আকাশ আজ অন্ধকারে ঢেকে যায়। হৃদয় বন্দরে কাঁটাতারের বেড়া, শাবল হাতে দাঁড়িয়ে পথিক। শিউলি ফুলের ভোরে সোনালি আশা বাসা বাঁধে।