বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুপস্থিতি

আরিফ মঈনুদ্দীন
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বন্দির বন্দনা শেষ হলে ফাঁক থেকে যায়,

একাগ্র অভিনিবেশ

গুড়ে বালি ছিটিয়ে দিগন্তে বসে হাসে।

আমাকে একাগ্র হতে দেবে না সে

একনিষ্ঠতা মহৎ গুণ

এটা নাকি মানায় না আমাদের

প্রার্থনায় আনত মানব

ভ্রান্তির উপসংহারে ক্লেদাক্ত ইচ্ছারা

আড়ি পেতে বসে থাকে নির্জনে। লোভের

কাছে সমর্পণে যতক্ষণ ডাকে

তার চেয়ে বেশি ফাঁকা পড়ে থাকে

যতক্ষণ না বুঝিবে সে-'কী যাতনা বিষে...'

ততক্ষণ আসিবে না পাশে

যাকে আজ বড় বেশি প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে