নাক্ষত্রিক এক মহাকাব্যের শিরোনাম

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নাজমা বেগম নাজু
(মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি) তুমি নাক্ষত্রিক এক মহাকাব্যের গর্বিত শিরোনাম হলে, যুগান্তের আকাশকে বললে বাংলাদেশের হয়ে থাকতে। একাত্ম এক রাতের নীহারে নক্ষত্ররাজি জোছনা পরাগ হয়ে ঝরল ফসলী মাঠের বিনম্র অহংকারে। ধানরং শাড়িতে তোমার দিনভর জ্বলে মমত্বের অন্তহীন শিখা। সে আলোয় উদ্ভাসিত হলো নারী জাগরণ্ত, কন্যা, জায়া, জননীর অটুট ক্ষমতায়ন। তুমি বিজয়িনী- অম্স্নান রাখলে তোমার করতলে নেতৃত্বের সূর্যমশাল নারীদের জয়গান। পৃথিবী অবাক! কি যে এক অসম্ভবকে সম্ভব করলে তুমি! তুমি পৃথিবী কাঁপানো মহানায়কের সম্মুখসারির বিজয় পতাকা হলে। দীপ্ত দুহাতে অগ্নিমশাল অদম্য অগ্রণীর জয়টিকা- সে তো তোমাতেই শোভা পায়। তোমাতেই বিলীন অজর স্বপ্নগাঁথা বাংলাদেশের ভোর, সাতসুরে বাঁধা সাত সাগরের উদ্দীপ্ত জলরাশি। স্বদেশ প্রেমের স্বপ্নচূড়ায় আসীন তোমার মন, হৃদয় তোমার আকাশ নীড়ের তারার মিছিল, অপলক রোদ শুদ্ধ সূর্যস্নাত। তুমি জাগরণ, তুমি ক্ষমতায়ন জায়া জননী কোটি কন্যার অরুনোদয়ের অবিচল মহাকাশ