হৃদয়ে বিন্দু বিধাতার

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মোশাররফ হোসেন
দুরন্ত বাতাস থেমে গেলে বৃক্ষ শাখা নিয়মেই থেমে যায়, গাছের শিকড়ে রাখি ভাবনার ওঠানামা, চক্ষুর সম্মতি রেখে ব্যবধানে থাকি, নিঃশ্বাসের উদাসী হাওয়ায়। নদীর গতিপথ যদি ও দ্বিমুখো, জোয়াভাটার, কিন্তু আমি আমার অঙ্গীকারে একদিকে, করি না লন্ড ভন্ড হৃদয় নখরে, ছড়ানো জালের আড়ালে, আমার দু'বাহুতে নেই কোনো রাত্রির আঘাত, মালতি লতায় কাঁপে না শিশিরের বিদায়ী শরীর,আমি নিমিষেই দুর্বার, হৃদয়ে বিন্দু বিধাতার। তাড়িত সময় দমন করে আমি কবিতার কাছে অসহায়, ধূসর অন্তিমে, স্বর্গের অলিন্দে, মনের ভিতর একে দিতে চাই নদী, মেঘ, বন, অনেকটাই হারিয়ে গেছে অনাদর অবহেলায়, চাই শব্দের মুক্তি, সৃষ্টিতে বারবার, হৃদয়ে বিন্দু বিধাতার। আকাশে আমার মুষ্টি বদ্ধ হাত, হাওয়ায় হাওয়ায় যাচ্ছে সুদূরে, অম্স্নান পার্শ্ব দিয়ে, যুক্তিকে অমান্য করি না আমি, জীবন মমতায়, ছন্দে গানে বিশাল ভুবন মেলে ধরি, এ আমার অঙ্গীকার, হৃদয়ে বিন্দু বিধাতার। কেউ যদি হাজার লাইন কবিতা চায়, আমি দেব, কিন্তু জীবন থেকে কিছু হারাতে যাব না, দুঃসময়, দুনিয়া কাঁপানো শ্বাস নিয়ে লাভ নেই, শুধুই সন্দিপণ, বুকের পাঁজরে অন্য দিন, শ্রেণিহীন, বিশুদ্ধ সমাজ, মানবতা মিশে যাক দিগন্ত দেয়ালে, স্ফুলিঙ্গ একাকার, হৃদয়ে বিন্দু বিধাতার।