অমরাত্মার পদাবলি

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

আরিফ মঈনুদ্দীন
ফুলের কসম, কসম শিশুপুত্রের আদরের পিতার প্রতি শ্রদ্ধার কসম প্রিয়তমার প্রতি নিমর্ল প্রেমের যতক্ষণ দেহে আছে প্রাণ ঊধ্বার্কাশে তাকিয়ে থাকার বিরামহীন ভাবনায় শূন্যতার মাঝে সঁাতার কাটার। মননের পবিত্র পাখিরা সুতীক্ষè চঞ্চুতে বয়ে নিয়ে আসবে মুক্তির বাণী আমি ভঁাজ খুলে দেখে নেবো সে তো এক অদৃশ্য অপার প্রেম। বিশ্বাসের ক্ষুরে শাণ দিয়ে প্রেমময় জিজ্ঞাসায় স্থাপন করবো শোকগ্রস্ত পদাবলি অদৃশ্য এক সোনার ঝুড়িতে উত্তর এসে ভরে দেবেÑ হন্তারক এবার নিপাত যাক সকালের সূযর্ নিয়ম মেনে বিকেলে অস্ত যায় বয়সের ভারে দেহ ত্যাগ পরিণত ফল ঝরে যায় নিয়মে নিয়মে গড়া প্রকৃতির পঙ্ক্তিময় চলনে শাস্তির বিধান যার যা পাওয়ার অমরত্ব পেয়ে নেতা এক হাসে সে হাসি তারাই টের পায় যারা ভালোবাসে।