মায়ের চরণে অঞ্জলি

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

রোকেয়া ইউসুফ
মাগো যেদিন তোমার বুকে রাখবো মাথা আপন দুখে কঁাদবে নয়ন ধুঁকে ধুঁকে সেদিন আমার দোষ নিওনা। তোমার ঘরে আছে সকল প্রখর শীতে উষ্ণ বাকল আমার ঘরের ছাউনি ফঁাটা হিম-বরষা দিন কাটেনা! আমি তোমার বুকের সে ধন আমি তোমার মানিক রতন আমায় যদি পর করে দাও কোথায় আমি সুখ পাবো মা? মাগো আমার পাপের বোঝায় জীবন তরী যায় ডুবে যায়, তুমি ক্ষমা না যদি দাও আমি কোথায় ক‚ল পাবো মা?