বদলে যাওয়ার গল্প

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

সুমন আহমেদ
নতুনত্বের প্রত্যয়ে... সবর্হারা হৃদশূন্য পাতা ঝরা বৃক্ষের মতোÑ একটা ভুল পথকে প্রত্যাশা করেÑ অসংখ্যবার করেছি পায়ের বদল; সূযোর্দয় থেকে সূযার্স্ত অবধি-সন্ধ্যা থেকে ভোরÑ নেই প্রতীক্ষার অবসর। হেমন্তের পড়ন্ত বিকেলের সীমাহীন বিশাল আকাশের মতো; উজাড় করে দিয়েছি একজীবনের সমস্ত সঞ্জয় প্রশান্তির শীতলছায়া, পথের মায়ায় হারিয়ে ফেলেছিÑ যতছিল বেঁচে থাকার উন্মাদনা। বদলে যাওয়া গল্পের মতোÑ ভুলে গ্যাছে পথ আমায় নতুন কোনো এক সম্ভাবনায়। যেই পথে ছিল শুধু আমি নামের পথচলা; সেই পথে এখন আজÑ অসংখ্য পায়ের ধূলিকণা।